হোম > ছাপা সংস্করণ

সাতসতেরো: সুগন্ধি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্নানের পর বা ঘর থেকে বেরোনোর আগে একটুখানি সুগন্ধি মেখে না নিলেই নয়। বাইরে যখন গরম হাওয়া বইছে, তখন এই প্রসাধনীর প্রয়োজনটা একটু বেশিই বৈকি! ড্রেসিং টেবিলের অত্যাবশ্যক এই প্রসাধনী কেনার সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে।

সব সময় ব্যবহারের জন্য খুব কড়া সুগন্ধি না কেনাই ভালো। শুধু রাতের অনুষ্ঠানে ব্যবহারের জন্য কড়া সুগন্ধি সংগ্রহে রাখা যেতে পারে। 

  • কিছু কিছু ফ্লেভারের সুগন্ধির দাম একটু বেশি হয়। যেমন আপনি যদি জেসমিন ফ্লেভারের সুগন্ধি 
    কিনতে চান, তবে একটু বেশি দাম দিয়েই কিনতে হবে। কারণ পাঁচ মিলিয়ন জেসমিন ফুল থেকে তৈরি হয় মাত্র এক কিলোগ্রাম তেল! তারপরই তৈরি হয় আপনার পছন্দের সুগন্ধি। সুলভমূল্যে যদি 
    এই সুগন্ধি পেয়ে যান, তাহলে বুঝতে হবে তা পুরোপুরি খাঁটি নয়।
  • অফিসে যদি কখনো ঘুম ঘুম লাগে তাহলে বুঝতে হবে গোলাপের সুবাসযুক্ত সুগন্ধি ব্যবহার আপনাকে ছাড়তে হবে। সে ক্ষেত্রে কর্মস্থলে আসার আগে গোলমরিচের নির্যাস রয়েছে—এমন সুগন্ধি স্প্রে 
    করে নিন।
  • কেনার সময় সুগন্ধির বোতলের ছিপিতে যে ঘ্রাণ পাওয়া যায়; গায়ে মাখার পর ঠিক সেই ঘ্রাণটি পাওয়া যায় না। কারণ আমাদের ত্বকে যে ব্যাকটেরিয়া রয়েছে, তা সুগন্ধির আসল সুবাসকে পাল্টে দেয়।
  • সুগন্ধির বোতল তাপ ও সূর্যালোক থেকে দূরে 
    রাখুন। ঠান্ডা ও অন্ধকার জায়গায়ই ভালো থাকবে আপনার প্রিয় সুগন্ধি।

সূত্র: গুড হাউস কিপিং

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন