শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় রাতের আঁধারে দুর্বৃত্তরা ব্যক্তিগত মালিকানাধীন দুটি গভীর নলকূপ অকেজো করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে উপজেলার তিনটি গ্রামের তিন শতাধিক কৃষক প্রায় ১৫০ একর জমি সেচ নিয়ে বিপাকে পড়েছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলার তিন গ্রামের প্রায় দেড় শতাধিক কৃষক গভীর নলকূপের কাছে জড়ো হন। এ সময় তাঁরা দ্রুত সেচসংকট নিরসন এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে শাস্তির দাবি জানান।
জানা গেছে, গত রোববার রাতে উপজেলার কুতুবাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার রাতে সেচপাম্প মালিকদের পক্ষ থেকে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুল ওয়াদুদ বলেন, ‘সেচকাজ বন্ধ রাখার কোনো সুযোগ নেই। যাঁরা এ কাজ করেছেন, তাঁরা অন্যায় করেছেন। ব্যক্তি আক্রোশে কৃষকদের ক্ষতি করা যাবে না। সরেজমিনে দেখে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’