
যশোরের চৌগাছার চার ইউনিয়নের ১৩ কমিউনিটি ক্লিনিক ও উপস্বাস্থ্য কেন্দ্রে করোনাভাইরাসের গণটিকা দেওয়া হবে আগামীকাল শনিবার। এ দিনে প্রায় ১৩ হাজার ব্যক্তি করোনা টিকার প্রথম ডোজ নিতে পারবেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. লুৎফুন্নাহার বলেন, আগামী শনিবার উপজেলার হাকিমপুর ইউনিয়নের স্বরুপপুর ও যাত্রপুর কমিউনিটি ক্লিনিক, স্বরুপদাহ ইউনয়িনের খড়িঞ্চা, দিঘড়ী ও হিজলী কমিউনিটি ক্লিনিক, নারায়নপুর ইউনিয়নের হাজরাখানা, বড়খানপুর ও চাঁদপাড়া কমিউনিটি ক্লিনিকে করোনার টিকার প্রথম ডোজের গণটিকা দেওয়া হবে।
এ ছাড়া নারায়নপুর উপস্বাস্থ্য কেন্দ্র, সুখপুকুরিয়া ইউনিয়নের বর্নি, রামকৃষ্ণপুর, বল্লভপুর ও আন্দুলিয়া কমিউনিটি ক্লিনিকে করোনার টিকার প্রথম ডোজের গণটিকা দেওয়া হবে।
স্বাস্থ্য কর্মকর্তা বলেন, যারা নিবন্ধন করেছেন তাঁরা জাতীয় পরিচয়পত্র ও টিকা কার্ড দেখিয়ে টিকা নিতে পারবেন। যারা নিবন্ধন করতে পারেননি তাঁরাও জাতীয় পরিচয়পত্র নিয়ে এলে টিকা পাবেন।