ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন পরাজিত এক চেয়ারম্যানসহ তিন প্রার্থী। গতকাল শনিবার সকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে তাঁরা এ সংবাদ সম্মেলন করেন। এ সময় তাঁরা চরদুঃখিয়া পূর্ব ইউপির বিজয়ী প্রার্থীদের গেজেট প্রকাশ স্থগিত ও পুনর্নির্বাচনের দাবি করেন।
সংবাদ সম্মেলনে পরাজিত তিন প্রার্থীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ওই ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাছির আহমেদ। অপর দুই প্রার্থী হলেন ১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী প্রার্থী মর্জিনা আক্তার আঁখি ও সাধারণ সদস্য প্রার্থী আমিন খান।
লিখিত বক্তব্যে প্রার্থীরা বলেন, গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের তিনটি কেন্দ্রে অনিয়ম ও জালিয়াতি হয়েছে। তিনটি কেন্দ্র থেকে ব্যালট, ব্যালটের মুড়ি ও সিল ছিনতাই করে কেন্দ্রের বাইরে ও ভেতরে ব্যালটে সিল মারা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে সিল মারা ওই ব্যালট ভোটের বাক্সে আবার ফেলা হয়েছে। প্রার্থীর এজেন্ট বের করে দেওয়া, প্রতিদ্বন্দ্বী অন্যান্য চেয়ারম্যান প্রার্থীর পক্ষের সিলমারা ব্যালট নৌকার পক্ষে গণনা, প্রতিদ্বন্দ্বী একাধিক সাধারণ সদস্য ও একজন সংরক্ষিত সদস্য প্রার্থীর পক্ষের ফলাফল পাল্টে দিয়ে অপর সদস্যদের অবৈধভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
ওই ইউপির চেয়ারম্যান প্রার্থীদের ভোটের সংখ্যার সঙ্গে সাধারণ, সংরক্ষিত সদস্যদের ভোটের সংখ্যার মিল নেই। এ ছাড়া ১ নম্বর কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৬১৩টি। চেয়ারম্যান প্রার্থীদের ফলাফল শিটে মোট কাস্টিং ভোটের সংখ্যা ১ হাজার ৭১৭টি। সংরক্ষিত সদস্যদের মোট কাস্টিং ভোটের সংখ্যা ১ হাজার ৫৭৮টি, সাধারণ সদস্যদের মোট কাস্টিং ভোটের সংখ্যা ১ হাজার ৬১৩টি।
এদিকে গত ৮ জানুয়ারি পূর্ব সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশের বাগানে বেশ কিছু সিলমারা ও সিল ছাড়া ব্যালট পেপার, মুড়ি ও সিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রাতে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী বাছির আহমেদ লিখিত অভিযোগ করেন। এ ছাড়া অনিয়ম, জালিয়াতির বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের জানানো হলেও কোনো ব্যবস্থা নেননি। ফলে বাধ্য হয়ে তাঁরা সংবাদ সম্মেলন করেন বলে জানান।