বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের নতুন সম্পর্কের খবর পেতেই শুরু হয়েছে হইচই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সাবেক চেয়ারম্যান ললিত মোদির প্রেমে পড়েছেন এবার। সম্প্রতি মালদ্বীপে তোলা সুস্মিতার সঙ্গে একটি ছবি শেয়ার করে ললিত জানিয়েছেন, প্রেম করছেন তারা! এখনো বিয়ে করেননি, শিগগিরই হয়তো করবেন। ইনস্টাগ্রামে অভিনেত্রী জানিয়েছেন, এখনো বিয়ে করেননি, বাগদানও হয়নি। তবে অফুরান ভালোবাসায় ডুবে আছেন তাঁরা।
রহমান শৈল
২৭ বছরের প্রেমিক রহমানের সঙ্গে গত ডিসেম্বরে বিচ্ছেদ হয়েছে সুস্মিতার। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত নিজেদের প্রেমের খবর জানাতেন তাঁরা। রহমানের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করে সুস্মিতা লিখেছিলেন, ‘বন্ধু হয়ে শুরু, বন্ধু হয়েই থাকব। সম্পর্ক শেষ হয়েছে। তবে ভালোবাসা থেকে যাবে।’
ঋতিক ভাসিন
মুম্বাইয়ের এক রেস্তোরাঁ মালিক ঋতিক। ক্রিকেট তারকা জহির খান ও অভিনেত্রী সাগরিকা ঘটকের বিয়েতে দেখা হয়েছিল তাঁদের। ২০১৭ সালে তাঁদের চার বছরের সম্পর্কে দাঁড়ি পড়ে।
রণদীপ হুদা
‘কর্মা অ্যান্ড হোলি’ সিনেমার সেটে রণদীপের সঙ্গে সুস্মিতার প্রথম দেখা। প্রথম আলাপেই রণদীপকে ভালো লেগে যায় সুস্মিতার। বিচ্ছেদের পরেও তাঁরা বন্ধু রয়ে গিয়েছেন।
বিক্রম ভাট
সুস্মিতার আরেক আলোচিত প্রেমিক প্রখ্যাত নির্মাতা বিক্রম ভাট। ‘দস্তক’ সিনেমায় কাজ করতে গিয়ে বিবাহিত বিক্রমের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী। তার জেরে স্ত্রীর সঙ্গে বিক্রমের বিচ্ছেদও হয়েছিল।
সঞ্জয় নারাং
বিক্রমের সঙ্গে সম্পর্ক ভাঙার পর একা হয়ে পড়েছিলেন সুস্মিতা। মানসিকভাবে ভেঙেও পড়েছিলেন। ওই সময় তাঁর মনে জায়গা করে নেন সঞ্জয় নারাং। পেশায় তিনি হোটেল মালিক। এ সম্পর্ক বেশি দূর গড়ায়নি।
সাবির ভাটিয়া
হটমেইলের প্রতিষ্ঠাতা, ইন্দো-আমেরিকান ব্যবসায়ী সাবিরের প্রেমেও মজেছিলেন সুস্মিতা। এ সম্পর্কও টেকেনি বেশি দিন।
ওয়াসিম আকরাম
তুমুল শোরগোল ফেলেছিল আকরাম-সুস্মিতার প্রেমকাহিনি। দীর্ঘদিন সম্পর্কে ছিলেন তাঁরা। বলিউডের গুঞ্জন, পাকিস্তানি এই ক্রিকেটারকে নাকি বিয়েও করেছিলেন অভিনেত্রী!
অনিল আম্বানি
সুস্মিতার আরেক আলোচিত প্রেমিক ভারতের অন্যতম শীর্ষ ব্যবসায়ী অনিল আম্বানি। অনিলের সঙ্গে স্ত্রী টিনার তখন সম্পর্ক ভালো যাচ্ছিল না। এই তিক্ততার ফাঁকেই তাঁর মনে জায়গা করে নেন অভিনেত্রী। শোনা যায়, সুস্মিতাকে ২২ ক্যারেটের হিরের আংটি উপহার দিয়েছিলেন অনিল।
রজত তারা
সুস্মিতার জীবনে প্রথম প্রেম হয়ে এসেছিলেন রজত তারা। তখনো বিশ্বসুন্দরীর খেতাব জোটেনি অভিনেত্রীর।