কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের আকাশে উড়ল প্যারাস্যুট। এক নজরে প্যারাসেলিং (প্যারাস্যুটকে টেনে নিয়ে যায় স্পিডবোট) দেখতে ভিড় জমান হাজারো পর্যটক। গত শুক্রবার থেকে গতকাল রোববার পর্যন্ত বেশ কয়েকবার পরীক্ষামূলকভাবে এটি উড়িয়েছেন সি-বিচ ট্যুরিজমের মালিক লিটন খান। তবে প্রশাসনের অনুমতি না থাকায় কোনো পর্যটক ওঠানো হয়নি।
লিটন খান জানান, জেলা প্রশাসকের অনুমতি পেলে এটা বাণিজ্যিকভাবে শুরু করবেন। পর্যটকদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন পর্যটন স্পটে প্যারাসেলিং করা হয়।
ঢাকা থেকে আসা পর্যটক মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘হঠাৎ দেখি পাখির মতো কোনো বস্তু আকাশে উড়ছে। পরে দেখলাম স্পিডবোটের সাহায্যে প্যারাসুটের মাধ্যমে প্যারাসেলিং করছে। ইচ্ছে হলো নিজেও করি। কিন্তু এটি নাকি পরীক্ষামূলকভাবে ওড়ানো হয়েছে।’
সি-বিচ টুরিজম কর্তৃপক্ষ জানায়, এই প্যারাস্যুট ওড়াতে এখানে একটি স্পিডবোট কেনা হয়েছে। নিরাপত্তার জন্য একটি ওয়াটারবাইক ব্যবহার করা এবং দক্ষ চালক নিয়োগসহ সার্বিক ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া হয়েছে। অনুমতির জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর কুয়াকাটায় ব্যাপক পর্যটকের আগমন ঘটছে। এখানে বিচ অ্যাক্টিভিটির জন্য প্যারাসেলিং প্রয়োজন। তবে এগুলো হতে হবে পর্যটকবান্ধব।
কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক বলেন, প্যারাস্যুট পর্যটকদের আকর্ষণ করে। পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে কি না বিবেচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।
জেলা প্রশাসক কামাল হোসেন গত শনিবার কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির বৈঠকে জানান, কুয়াকাটা সৈকতে প্যারাসেলিং করানো যাবে। তবে তাঁদের একটি টিম সার্বিক বিষয়টি পরিদর্শন করে পর্যটকদের নিরাপত্তা ও সাশ্রয়ের কথা বিবেচনা করে অনুমতির বিষয় জানাবেন।