পাইকগাছায় একই পরিবারের ২ প্রতিবন্ধীকে ঘর তৈরি করে দিয়েছে সামাজিক সংগঠন কেএফডি (খুলনা, ফ্রেন্ডস ডেভেলপমেন্ট) বন্ধু ফোরাম। প্রতিবন্ধীদের মা এ ঘর পেয়ে খুবই খুশি।
উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাঁটি পাড়ায় ৪ সদস্যের একটি পরিবার রয়েছে। এর ২ সদস্যই প্রতিবন্ধী। সম্প্রতি লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন রাড়ুলী ইউনিয়নের শীতার্তদের মাঝে কম্বল বিতরণের সময় জানতে পারেন কয়েকজন প্রতিবন্ধী ও বৃদ্ধ রাস্তার পাশে শীতে কষ্ট পাচ্ছেন। তাৎক্ষণিক ওই রাতেই তিনি সেখানে চলে যান।
এ সময় তিনি দেখতে পান একটি পরিবারে ২ জনই প্রতিবন্ধী। তিনি তাদের শীতবস্ত্র দেওয়ার সময় বলেছিলেন, তোমাদের ঘর তৈরি করে দিব। তারই অংশ হিসাবে কে এফডি ৮৯ বন্ধু ফোরামের সহযোগিতায় চেয়ারম্যান তুহিন লক্ষাধিক টাকা ব্যয়ে গতকাল বুধবার দুপুরে টিন, বাঁশ ও মিস্ত্রি নিয়ে প্রতিবন্ধীদের বাড়িতে হাজির হয়ে ঘরের ব্যবস্থা করে দেয়।
চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন বলেন, আমি যত দিন বেঁচে থাকব ততদিন প্রতিবন্ধী, অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে থেকে সেবা করে যাব।