ওভার লোডিং বন্ধ, পার্কিং ভাড়াসহ নানা কারণে ১৪ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় ছোট পাথর আমদানি শুরু হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে ভারত থেকে ছোট পাথরবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে আমদানি কার্যক্রম শুরু হয়। তবে, তা আগের মতো ওভার লোডিং নয়, সরকারি নির্দেশনা মোতাবেক ট্রাকে নির্দিষ্ট পরিমাণ পাথর আমদানি শুরু হয়েছে। বেলা পৌনে ৩টা পর্যন্ত বন্দর দিয়ে ১৪টি ট্রাকে ৩৬৪ টন ছোট পাথর আমদানি হয়।
স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ‘ভারতের অভ্যন্তরে নানা জটিলতার কারণে গত ১৩ ফেব্রুয়ারি থেকে বন্দর দিয়ে ছোট পাথর আমদানি বন্ধ ছিল। তবে এ সময় তাদের দেশের সরকারি নির্দেশনা মোতাবেক নির্দিষ্ট পরিমাণ বোল্ডার পাথর আমদানি অব্যাহত ছিল। রোববার থেকে পুনরায় বন্দর দিয়ে ছোট পাথর আমদানি শুরু হয়েছে। তবে পাথর আমদানি হচ্ছে তাদের সরকারি নির্দেশনা মোতাবেক আন্ডার লোডিং পদ্ধতিতে।’
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘বন্দর দিয়ে বোল্ডার পাথরের আমদানি অব্যাহত থাকলেও ১৪ দিন ছোট পাথর আমদানি সম্পূর্ণরূপে বন্ধ ছিল। আজ রোববার পুনরায় ভারত থেকে ছোট পাথর আমদানি শুরু হয়েছে। দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে এই পাথরের ব্যাপক চাহিদা রয়েছে। এই পাথর আমদানি শুরু হওয়ায় সরকারের রাজস্ব আয় যেমন বাড়বে, তেমনি স্থলবন্দরের দৈনন্দিন আয়ও বৃদ্ধি পাবে বলে মনে করছি।’
প্রসঙ্গত, ওভার লোডিং বন্ধসহ ট্রাকের পার্কিং ভাড়া দিনে ১০০ টাকার স্থলে ৪০০ টাকা, হল্টেজ চার্জ সারা দিনে ৩০ টাকার পরিবর্তে ঘণ্টাপ্রতি ৫০ টাকা নেওয়া শুরু করলে গত ১৩ ফেব্রুয়ারি থেকে ছোট পাথর রপ্তানি বন্ধ করে দেন ভারতের ব্যবসায়ীরা।