বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত বছর ‘দেয়ালের অন্তরালে’ নামের একটি নাটকে অভিনয় করেছিলেন আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ। সেটা প্রায় ২৫ বছর পর। আবারও দুজনে একসঙ্গে অভিনয় করলেন। এবার একটি টেলিফিল্মে। মঙ্গলবার থেকে ঢাকায় ‘প্রথম প্রথম প্রেম’ নামের এই টেলিফিল্মের শুটিং করছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। ফারিয়া হোসেনের লেখা টেলিফিল্মটিতে আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম ও নাবিলা ইসলাম।
আফজাল হোসেন বলেন, ‘চয়নিকা চৌধুরীর প্রোডাকশনের সৌন্দর্য থাকে, যত্ন থাকে। তাই দেখতে ভালো লাগে । মৌ কিংবা শহীদুজ্জামান সেলিম আমার পরিবারের সদস্যের মতো। সঙ্গে আছে এই প্রজন্মের নাবিলা। আমার মনে হয়েছে, এটি একটি সুন্দর সমন্বয়। ভালো লাগছে কাজটি করতে।’
মৌ বলেন, ‘আমি ভাগ্যবতী, কারণ আফজাল হোসেন কিংবা শহীদুজ্জামান সেলিমদের মতো গুণী অভিনেতাদের সঙ্গে কাজ করতে পারি। তাঁদের সঙ্গে কাজ করলে প্রতিটি মুহূর্তেই শিখি। অপেক্ষা করি, কখন তাঁদের সঙ্গে কাজ করার সুযোগ পাব।’