বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের বিরুদ্ধে। গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের সৈয়দ মোড়ে এ ঘটনা ঘটে।
ছুরিকাহত ব্যক্তির নাম মোরশেদ আলম (৪৫), আর ওই ইউপি সদস্যের নাম আবুল কালাম আজাদ (৪০)। তিনি উপজেলার গোপালপুর এলাকার বাসিন্দা ও ওই ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রাজাপুর-জোনাইল সড়কের সৈয়দ মোড়ে মাংস বিক্রির উদ্দেশ্যে একটি ছাগল জবাই করেন মোরশেদ আলম ও তাঁর সহযোগী ইউনুস আলী কসাই (৬০)। সেখানে ইউপি সদস্য আবুল কালাম আজাদ ছাগলের মাংস বিক্রি করতে নিষেধ করেন এবং কেন তাঁর অনুমতি না নিয়ে ছাগল জবাই করা হয়েছে এ জন্য বকাবকি করতে থাকেন। মোরশেদ আলম প্রতিবাদ করলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইউপি সদস্য মোরশেদকে লাথি দিয়ে মাটিতে ফেলে দেন এবং সঙ্গে থাকা ছুরি দিয়ে পেটে আঘাত করেন। স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ইউপি সদস্য আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি আত্মগোপনে থাকায় মতামত নেওয়া সম্ভব হয়নি।
বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ইউপি সদস্যকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।