বিরল (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরলের বডিবিল্ডার রণজিৎ সরকারের সাফল্যের মুকুটে যুক্ত হয়েছে আরেকটি পালক।
রণজিৎ দুবাই প্রো বডিবিল্ডিং কমপিটিশন-২০২২-এ ৭৫ কেজি ক্যাটাগরিতে সারা বিশ্বের মধ্যে পঞ্চম স্থান অর্জন করেছেন। গত রোববার এ প্রতিযোগিতা হয়।
রণজিৎ ১৯৮৬ সালে বিরল উপজেলার ভান্ডারা গ্রামের জন্ম গ্রহণ করেন। তাঁর বাবার নাম সুশেন চন্দ্র সরকার ও মা কাইচালী বালা। তিনি ২০০৫ সালে বডিবিল্ডিং প্রতিযোগিতায় মিস্টার দিনাজপুর খেতাব অর্জন করেন। এরপর বিভিন্ন প্রতিযোগিতায় সফলতার সঙ্গে এগিয়ে যেতে যেতে মিস্টার বাংলাদেশ প্রতিযোগিতায় ২০১৪ সালে স্বর্ণ, ২০১৫ সালে রৌপ্য ও ২০১৬ সালে ব্রোঞ্জ পদক অর্জন করেন। তিনি ২০১৮ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত বিশ্ব আঞ্চলিক বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় স্বর্ণ পদক অর্জনসহ মিস্টার ওয়ার্ল্ড খেতাবে ভূষিত হন। তিনি বাংলাদেশ অ্যামেচার শরীর গঠন ফেডারেশনের একজন খ্যাতনামা বডিবিল্ডার।