আচরণবিধি ভঙ্গ ও এক প্রার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে পটুয়াখালীর রাঙ্গাবালীতে সোহাগ খান নামের একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের হরিদ্রাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী কামাল পাশাকে (ফুটবল) তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী শুকুর খলিফার (মোরগ) সমর্থক সোহাগ খান শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং পেশিশক্তি ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন ঘটনাস্থলে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মনিরুজ্জামান সোহাগ হাওলাদার বলেন, ‘সোহাগ খান নামের একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের জেল দেওয়া হয়েছে।’