হোম > ছাপা সংস্করণ

বাংলা সিনেমায় আগ্রহী রামচরণ

বিনোদন ডেস্ক

কয়েক দিন আগে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে এসেছিলেন অক্ষয় কুমার ও রামচরণ। পাশাপাশি বসে নিজেদের ক্যারিয়ার নিয়ে আলোচনা তো করেছেনই, কথা বলেছেন ভারতীয় সিনেমার বাজার নিয়েও। দক্ষিণী সিনেমা যখন একদিকে ফাটিয়ে ব্যবসা করছে,অন্যদিকে দিন দিন তলানিতে যাচ্ছে হিন্দি সিনেমার বাজার পরিস্থিতি। এই অবস্থা থেকে উত্তরণের জন্য অক্ষয় পরামর্শ দিয়েছেন ‘নতুন করে’ ভাবার। দর্শক কী চান, সেটি যেমন ভাবতে হবে, তেমনি কমিয়ে আনতে হবে সিনেমার বাজেট থেকে টিকিটের মূল্যও।

আর রামচরণ বলছেন বাজার ভাগাভাগি না করে একসঙ্গে কাজ করার কথা। রামচরণ বলেন, ‘আমাদের মতো প্রত্যেক অভিনেতাই চান নিজের ভাষায়, নিজের ইন্ডাস্ট্রিতে কাজ করতে। কিন্তু পরিস্থিতি বদলাচ্ছে। এখন আমরা আলাদা আলাদা করে একেকটি ইন্ডাস্ট্রি না বলে, পুরোটা মিলিয়ে ভারতীয় সিনেমা হিসেবে ভাবতে শিখেছি। আর সেটিই বদল আনছে দৃশ্যপটে।’

ওই সামিটে দেওয়া বক্তব্যে বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেন রামচরণ। কথা প্রসঙ্গে তোলেন রজনীকান্ত ও কমল হাসানের কথা। এ দুই শক্তিমান অভিনেতা অন্য ভাষার সিনেমায়ও অভিনয় করেছেন এবং সফল হয়েছেন। বলেছেন তাঁর বাবা চিরঞ্জীবীর কথাও। তিনিও তামিল, হিন্দি, কন্নড় ভাষায় অনেক কাজ করেছেন। সে সূত্র ধরেই নিজের কাজকে ভাষার গণ্ডিতে আটকে রাখার বিপক্ষে রামচরণ। বিশেষ করে বাংলা ভাষার সিনেমার প্রতি বেশ আগ্রহ তাঁর। রামচরণ বলেন, ‘আমি গুজরাটি, বাংলা—সব ভাষার সিনেমায় কাজ করতে চাই। খুব ভালো ভালো পরিচালক এখন কাজ করছেন বাংলায়। আমি চাই, তাঁদের কেউ এসে আমায় প্রস্তাব দিন বাংলায় কাজ করার জন্য।’

রামচরণের এ বক্তব্য বাংলার পরিচালক-প্রযোজকদের আশা দেখাচ্ছে। বাংলার কোন পরিচালকের সিনেমায় দেখা যেতে পারে রামচরণকে? এখনই এ প্রশ্নের উত্তর নেই। তবে অনেকেই অপেক্ষায় থাকবেন রামচরণকে বাংলা সিনেমায় দেখতে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন