আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন নব্য জেএমবির তিন সদস্যের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় অভিযোগ গঠন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক আবদুল হালিম এ আদেশ দেন। আদালত সাক্ষ্য গ্রহণের জন্য ১০ মে দিন ঠিক করেছেন।
আসামিরা হলেন রহমত উল্লাহ, জহির উদ্দিন ও আবদুল কাইয়ুম।
ট্রাইব্যুনালের পিপি মনোরঞ্জন ধর আজকের পত্রিকাকে বলেন, তিন জঙ্গির অভিযোগ গঠন উপলক্ষে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয়। পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাঁদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।
২০২০ সালের ৫ জুলাই রাত পৌনে ১২টার দিকে চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার পদুয়া বাজারের পাশের একটি স্কুলের মাঠ থেকে আসামিদের গ্রেপ্তার করে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। আসামিরা সেখানে গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন।