Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

উচ্চ রক্তচাপে ভুগছেন ২৬ শতাংশ মানুষ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

উচ্চ রক্তচাপে ভুগছেন ২৬ শতাংশ মানুষ

নারায়ণগঞ্জ শহরের ২৬ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপ সমস্যায় ভুগছেন। একই ঝুঁকিতে রয়েছেন আরও ছয় শতাংশ মানুষ। সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) দুই মাসব্যাপী উচ্চ রক্তচাপ ও স্থূলতাবিষয়ক স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা শেষে এমন তথ্য উঠে এসেছে।

গতকাল সোমবার নাসিকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় গণমাধ্যমকর্মী ও নাসিকের স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তা-কর্মচারীদের কাছে এসব তথ্য তুলে ধরা হয়। গত জুলাই ও আগস্ট মাসজুড়ে নারায়ণগঞ্জ শহর, সিদ্ধিরগঞ্জ ও বন্দরের মোট নয়টি ওয়ার্ডে এই স্ক্রিনিং কার্যক্রম চালায় নাসিক।

নাসিকের পাবলিক হেলথ কর্মকর্তা ডা. নিজাম আলী বলেন, দুই মাসব্যাপী কার্যক্রমে মোট ১১ হাজার ২৯২ জনকে পরীক্ষার আওতায় আনা হয়েছে। ১৮ থেকে ৬০ বছর বয়সীদের পরীক্ষা-নিরীক্ষা করে ২৬ শতাংশ মানুষের উচ্চ রক্তচাপে ভোগার তথ্য পাওয়া গেছে। একই ভাবে ছয় শতাংশ মানুষ এ রোগের ঝুঁকিতে আছেন। পাশাপাশি স্থুলতায় ভুগছেন অন্তত সাত শতাংশ মানুষ। পরীক্ষায় নারীদের তুলনায় পুরুষদের উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার বিষয়টি লক্ষ করা গেছে। রোগীদের বড় একটি অংশ ডেস্কে বা একটি নির্দিষ্ট স্থানে বসেই বেশি কাজকর্ম করেন।

আরও বক্তব্য দেন নাসিকের নির্বাহী কর্মকর্তা (সিও) শহিদুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শেখ মোস্তফা আলী, পাবলিক হেলথ কর্মকর্তা নিজাম আলী, আরবান প্রকল্প পরিচালক ডা. নিসার হাসান, ইউনিসেফের ইপিআই স্পেশালিস্ট ফারহানা রহমান প্রমুখ। 

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ