যথাযোগ্য মর্যাদায় এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইউএস-বাংলা মেডিকেল কলেজে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণামূলক বক্তৃতার আয়োজন করা হয়। আলোকসজ্জায় সজ্জিত করা হয় পুরো কলেজ ক্যাম্পাস।
বিজয় দিবস উদ্যাপন অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে কলেজের সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীরা অংশ নেন।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. আজিজুল ইসলাম বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধুর ত্যাগ ও মহিমার কথা আলোচনা করে বলেন, ‘বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ সমার্থক।’ তিনি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে শিক্ষার্থীদের মানবিক চিকিৎসক হয়ে দেশের দরিদ্র মেহনতি মানুষকে সেবার ব্রত গড়ে তোলার কথা বলেন।
আলোচনায় বক্তব্য দেন অধ্যাপক ডা. স্বপ্না ভট্টাচার্য, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. আব্দুল মতিন, ডা. রওশন আরা খানম, ডা. মেহেরুন্নেসা বেগম, ডা. মোহাম্মদ নুরুল গনি, ডা. মো. রজিবুল হক প্রমুখ। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণামূলক বক্তৃতা করেন কলেজের উপাধ্যক্ষ ডা. মো. এনায়েত করিম। তাঁর বক্তৃতা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।