হোম > ছাপা সংস্করণ

বঙ্গবন্ধুর জন্মদিনে নানা আয়োজন

বিনোদন প্রতিবেদক, ঢাকা

আজ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী। দিনটিকে একই সঙ্গে জাতীয় শিশু দিবস হিসেবেও উদ্‌যাপন করা হয়। বিশেষ এ দিবস উপলক্ষে দেশের টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠান। 

বিটিভি 
আজ দিনব্যাপী নানা অনুষ্ঠান প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। অনুষ্ঠানসূচিতে রয়েছে শিশুতোষ অনুষ্ঠান, আলেখ্যানুষ্ঠান, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, সংগীত, প্রামাণ্য অনুষ্ঠান, আলোচনা ইত্যাদি। দিনব্যাপী অনুষ্ঠানের মাঝে মাঝে প্রচারিত হবে ‘বঙ্গবন্ধু তোমারও নাম’ গানটি। আবু তৌহিদের প্রযোজনায় এতে অংশগ্রহণ করেছেন ১০৫ জন কণ্ঠশিল্পী। গানটি লিখেছেন কবি আখতার হুসেন, সুর করেছেন শাহীন সরদার। 

চ্যানেল আই
সকাল সাড়ে ৭টায় প্রচারিত হবে সকালের গান। এতে বঙ্গবন্ধুর প্রিয় গান গাইবেন রেজওয়ানা চৌধুরী বন্যা। বিকেল ৪টায় প্রচারিত হবে ফেরদৌস আরার সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় সরাসরি সংগীতানুষ্ঠান ‘সংগীতমালা’। রাত ১টায় প্রচারিত হবে বিশেষ তৃতীয় মাত্রা। ফরিদুর রেজা সাগরের সঞ্চালনায় অতিথি হিসেবে থাকবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন।

আরটিভি 
রাত ৮টায় প্রচারিত হবে নাটক ‘মহানায়ক’। রচনা ও পরিচালনা সুমন আনোয়ার। অভিনয়ে তারিক আনাম খান, আব্দুন নূর সজল, সালহা খানম নাদিয়া প্রমুখ। 

বাংলাভিশন 
বেলা ১টা ৩৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘বাংলাদেশের বাতিঘর’। অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নূহ-উল আলম লেলিন। সঞ্চালনা করেছেন সাকিলা মতিন মৃদুলা।

বৈশাখী টেলিভিশন 
সকাল ৮টা ২০ মিনিটে প্রচারিত হবে ‘বৈশাখীর সকালের গান’। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান গাইবেন তিমির নন্দী, শাহীন সামাদ, রুমানা ইসলাম, রাজিব, শবনম প্রিয়াংকা প্রমুখ। রাত ১০টায় প্রচারিত হবে নাটক ‘চেতনায় মুজিব’। টিপু আলম মিলনের গল্পে নাটকটির চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন আকাশ রঞ্জন। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, তন্ময় সোহেল, আশরাফ কবির প্রমুখ।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন