হোম > ছাপা সংস্করণ

জয়িতা সম্মাননা পেলেন যাঁরা

আজকের পত্রিকা ডেস্ক

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাটে পালিত হয়েছে। এদিন অর্থনৈতিক, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে, সফল জননী, সমাজ উন্নয়নে অসামান্য অবদান ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে পথ শুরু করা নারীদের সংবর্ধনা দেওয়া হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’। প্রতিনিধিদের পাঠানো খবর:

শেরপুর (বগুড়া): উপজেলা পরিষদের হল রুমে গতকাল সভা হয়। শেষে পাঁচজন জয়িতার হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ময়নুল ইসলাম। তাঁরা হলেন মোছা. সুরাইয়া ফারহানা রেশমা, আফসানা খাতুন, মোছা. আকলিমা আক্তার আঁখি, মোছা. জয়নব খাতুন এবং মোছা. রুবি আক্তার।

কাহালু: পুরস্কারপ্রাপ্তরা হলেন হলেন লক্ষ্মীপুর গ্রামের স্মৃতি রাণী, অনিমা বালা, পরিশেষ গ্রামের নিলুফা খাতুন, বিবিরপুকুর বাজারের জেসমিন আখতার, কাটনাহার গ্রামের তানিয়া আকতার।

ধুনট: উপজেলা পরিষদ হলরুমে দিবস উপলক্ষে পাঁচজন জয়িতাকে সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে আলোচনা সভা হয়। সভা শেষে যাঁদের পুরস্কৃত করা হয়- রঞ্জনা খাতুন, সুরভী রানী দাস, হামিদা খাতুন, দরদী খাতুন ও রেনুকা খাতুন।

কামারখন্দ (সিরাজগঞ্জ) : জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় পাঁচ নারীকে জয়িতা সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়। তাঁরা হলেন, উপজেলার হায়দারপুর গ্রামের শাহীদা আকন্দ হীরা, জামতৈল গ্রামের ফারজানা জাহান একই গ্রামের মোছা. আম্বিয়া খাতুন, রায়দৌলতপুরের মোছা. শাহীনুর খাতুন ও কোনাবাড়ি এলাকার মোছা. মনিজা বেগম।

তাড়াশ: এ দিবসটি উপলক্ষে বিভিন্ন কাজে অবদান রাখায় উপজেলার ৫ জয়িতাকে সম্মাননা দেওয়া হয়। গতকাল দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে সভা হয়।

অনুষ্ঠান শেষে প্রভাষক মোছা.ফিরোজা ইয়াসমিন, রেমা পারভীন, সুমিত্রা রানী, মোছা. বিলকিস খাতুন এবং মোছা. শাপলা পারভীনকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

চৌহালী: খাষকাউলিয়া ইউনিয়নের ধলাই গ্রামের মোছা. সাজেদা খাতুন, বাঘুটিয়া ইউনিয়নের বিনানই গ্রামের মোছা. জয়নব খাতুন ও বাঘুটিয়া গ্রামের মোছা. সালমা খাতুন।

শাহজাদপুর: গতকাল উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে ও সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমানের সভাপতিত্বে সভা হয়।

এ সময় মরিয়ম বেওয়া,সিমা রানী দাস, মোছা সাজেদা বেগম ও সিলভী পারভীনের হাতে জয়িতা সম্মাননা স্মারক দেওয়া হয়।

রায়গঞ্জ: গতকাল বিকেলে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃপ্তি কণা মন্ডল।

অনুষ্ঠান শেষে পাঁচজন জয়িতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ পত্র দেওয়া হয়। জয়িতারা হলেন- সবিতা রানী, মাহবুবা খাতুন, লালমনি উরাও, আমিনা খাতুন ও সালমা খাতুন।

কাজীপুর: উপজেলা পরিষদ মিলনায়তনে পাঁচজন জয়িতাকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক দেওয়া হয়। তাঁরা হলেন আলমপুর গ্রামের জুলেখা খাতুন, বেড়িপোটল গ্রামের সাগরিকা সুলতানা, তারাকান্দির কৃষ্ণারানী, মুসলিমপাড়ার জয়নব খাতুন, শুভগাছার মর্জিনা খাতুন।

আক্কেলপুর (জয়পুরহাট): গতকাল উপজেলা পরিষদের হল রুমে পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের হাস্তাবসন্তপুর গ্রামের বাসিন্দা সংগ্রামী নারী পরিবানুকে সংবর্ধনা দেওয়া হয়। সমাজে বিশেষ অবদান রাখায় পরিবানুর মতো জয়িতার সংবর্ধনা পেয়েছেন উপজেলার শান্তা গ্রামের গোলাপী বেগম ও রামশালা গ্রামের মোমেনা বেগম।

ক্ষেতলাল: উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্বাচিত শ্রেষ্ঠ ৫ জন জয়িতাকে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট দেওয়া হয়। নির্বাচিত ৫ জন জয়িতা হচ্ছেন, দক্ষিণ হাটশহর গ্রামের রাশেদা বেগম বুলি, হিন্দা কসবা গ্রামের রুমি আক্তার সুমি, গাংগাইর গ্রামের হোসনে আরা বেগম, তালশন নলপুকুর গ্রামের মিনুফা ইয়াসমিন ও পৌর এলাকার সূর্যবান মহল্লার জিন্নাতুন নেছা।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন