কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাইয়ে বিস্ফোরণে নিহত বাবা, ভাই ও আহত মাকে খুঁজে বেড়াচ্ছে শিশু ইসরাত জাহান ফারিয়া (৮)। গত রোববার সন্ধ্যায় এক বিস্ফোরণে নিহত হন তার বাবা বাদশা মিয়ার টিলার বাসিন্দা মো. ইসমাইল মিয়া (৪৫) ও ভাই মো. রিফাত (৭)। গুরুতর আহত হন মা সখিনা বেগম (৩৫)।
গতকাল সোমবার বেলা ১১টার দিকে কাপ্তাই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাদশা মিয়ার টিলা নামক এলাকায় দেখা যায় বিস্ফোরণে বেঁচে যাওয়া ফারিয়া বাবা, ভাই ও মাকে খুঁজছে। জানা গেছে, দুর্ঘটনা কিছুক্ষণ আগে সে পাশের এক বাড়িতে প্রাইভেট পড়তে গিয়েছিল।
স্থানীয়রা জানান, বিস্ফোরণে সখিনা গুরুতর আহত হন। তিনি চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে। এদিকে গতকাল বিকেল বাবা-ছেলের দাফন সম্পন্ন হয়েছে।
কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব জানান, কীভাবে বিস্ফোরণ হয়েছে তা এখন বলা যাচ্ছে না। তদন্ত চলছে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।