বিনোদন ডেস্ক
বিজয় দেবরাকোন্ডা-রাশমিকা মান্দানা
অভিনেতা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। শোনা যায়, বিজয়ের জন্য নিজের সাবেক প্রেমিক রক্ষিত শেঠির সঙ্গে বাগ্দান ভেঙেছিলেন রাশমিকা। তবে তাঁরা কখনো প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি, আবার অস্বীকারও করেননি। মাঝে নাকি তাঁদের সম্পর্কে ভাটা পড়েছিল। এ বছর আবার জোরদার হয়েছে বিজয় ও রাশমিকার প্রেমের জল্পনা। সম্প্রতি বিজয় ও রাশমিকা আলাদাভাবে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন। বিজয় যে লোকেশনের ছবি দিয়েছেন, রাশমিকার পোস্ট করা ছবির লোকেশনও একই। তাতে মনে করা হচ্ছে, নববর্ষ উদ্যাপনে তাঁরা একসঙ্গেই গিয়েছিলেন মালদ্বীপে। ভক্তরা অপেক্ষায়, কবে তাঁরা প্রেমের বিষয়টি অফিশিয়ালি ঘোষণা করবেন!
গোপন কথাটি আর রইল না গোপনে। প্রকাশ্যেই প্রেমের খবর জানিয়ে দিলেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। ‘বুলবুল’ ও ‘কলা’য় অভিনয় করে নজর কেড়েছেন তিনি। বলিউডে যখন তাঁর অবস্থান দিনে দিনে শক্ত হচ্ছে, সে সময়ই প্রযোজক কর্নেশ শর্মার সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন তৃপ্তি। সম্প্রতি ইনস্টাগ্রামে কর্নেশকে জড়িয়ে ধরার একটি ছবি পোস্ট করে তৃপ্তি লিখেছেন ‘মাই লাভ’। অভিনেত্রী আনুশকা শর্মার ভাই কর্নেশ। তাই এই প্রেমের সূত্রে বলিউডে একটি পরিবারের সঙ্গে যুক্ত হলেন তৃপ্তি, এমনটাও বলা যায়।