হোম > ছাপা সংস্করণ

‘খাট্টা মিঠা’র পর প্রিয়দর্শনের পরিচালনায় অক্ষয়

বিনোদন ডেস্ক

মালয়ালম ও হিন্দি সিনেমার জনপ্রিয় পরিচালক প্রিয়দর্শন। তাঁর পরিচালনায় ‘হেরা ফেরি’, ‘গরম মাসালা’, ‘ভাগাম ভাগ’, ‘ভুলভুলাইয়া’, ‘দে দানা দান’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। এগুলোর বেশির ভাগই সুপারহিট। বলা চলে, অক্ষয়ের স্টারডম তৈরি করতে দুজন পরিচালক সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন—সুনীল দর্শন ও প্রিয়দর্শন। প্রিয়র ‘হেরা ফেরি’ ও সুনীলের ‘জানোয়ার’ অক্ষয়কে রাতারাতি পৌঁছে দেয় সাফল্যের শীর্ষে।

সর্বশেষ ২০১০ সালে ‘খাট্টা মিঠা’ সিনেমায় প্রিয়দর্শনের পরিচালনায় কাজ করেছিলেন অক্ষয়। এর মধ্যে পেরিয়েছে প্রায় ১৪ বছর। এত দিন পর আবার একত্র হচ্ছেন এ নির্মাতা ও অভিনেতা জুটি। বলিউড হাঙ্গামা জানিয়েছে, প্রিয়দর্শনের পরিচালনায় নতুন সিনেমায় কাজ করছেন অক্ষয় কুমার। নির্মাতা জানিয়েছেন, তাঁরা একাধিক প্রজেক্টের বিষয়ে এর আগে কথা বলেছেন। কিন্তু হয়ে ওঠেনি। এবার তাঁরা একটি কমেডি-ফ্যান্টাসি ঘরানার গল্প নিয়ে মাঠে নামছেন। 

প্রিয়দর্শন বলেন, ‘অনেক দিন হয়ে গেছে অক্ষয় ও আমি একসঙ্গে কাজ করিনি। ২০১০ সালে সর্বশেষ খাট্টা মিঠা করেছিলাম। এবার আমরা একটা কমেডি-ফ্যান্টাসি জনরার গল্প বলব। কেন যেন হিন্দি সিনেমার দর্শকেরা আমার সিরিয়াস কাজ খুব একটা পছন্দ করেন না। তাই কমেডিই করব। আশা করছি, হেরা ফেরি ও ভুলভুলাইয়ার মতো এবারও একটা ম্যাজিক তৈরি হবে।’

এখনো নাম ঠিক না হওয়া সিনেমাটি প্রযোজনা করবেন একতা কাপুর। সব ঠিক থাকলে সেপ্টেম্বর থেকে শুরু হবে শুটিং। ফলে বোঝাই যাচ্ছে, এই বছরটাও বেশ ব্যস্ত কাটবে অক্ষয়ের। এই বছর মুক্তির তালিকায় রয়েছে তাঁর ‘বড়ে মিয়া ছোটে মিয়া’, ‘সিংহাম অ্যাগেইন’, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ‘স্কাইফোর্স’সহ একাধিক সিনেমা।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন