Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

৩৪ ঘণ্টা সাইকেল চালিয়ে চ্যাম্পিয়ন মিঠু

বানারীপাড়া প্রতিনিধি

৩৪ ঘণ্টা সাইকেল চালিয়ে চ্যাম্পিয়ন মিঠু

বানারীপাড়ায় প্রতিবছরের মতো এবারও বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সাইকেল প্রতিযোগিতার আয়োজন করা হয়। বানারীপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা।

প্রতিযোগিতায় মেহেদী হাসান মিঠু টানা ৩৪ ঘণ্টা সাইকেল চালিয়ে চ্যাম্পিয়ন হন। তিনি বরিশাল থেকে অংশগ্রহণ করেন। এতে টানা ৩৩ ঘণ্টা সাইকেল চালিয়ে রানার্সআপ হয়েছেন ধারালিয়া সলিয়াবাকপুরের বাসিন্দা ইব্রাহিম তাফি।

টানা ৩০ ঘণ্টা ৫৪ মিনিট সাইকেল চালিয়ে তৃতীয় স্থান অধিকার করেন ছোট চাউলাকাঠির বাসিন্দা সালমান। ‘অবিরাম সাইকেল’ নামের এ প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের ১১৩ জন সাইক্লিস্ট অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার বিকেলে সরকারি বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বরিশাল-২ এর সাংসদ মো. শাহে আলম। উদ্বোধনের সময় মো. শাহে আলম বলেন, ‘তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। বানারীপাড়া স্পোর্টিং ক্লাব এ ব্যাপারে বিশেষ ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক, ইউএনও রিপন কুমার সাহা, পৌর মেয়র সুভাষ চন্দ্র শীল, বরিশাল ডিবির ইন্সপেক্টর জিয়াউল আহসান, থানার ওসি হেলাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, বানারীপাড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি রুহুল আমিন শুভ, সহসভাপতি আবুল বাশার বাদশা, জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ টি এম মোস্তফা সরদার ও আক্তার হোসেন মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডু, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক জাহিদুল হক জুয়েল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন ব্যাপারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুলতান সিকদার প্রমুখ।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ