হোম > ছাপা সংস্করণ

নদীর মাটি লুট, তিন লাখ টাকা জরিমানা

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি 

দেবিদ্বারে গোমতী নদীর পাড় এলাকায় অবৈধভাবে মাটি কাটার ধুম পড়েছে।প্রতি বছর শীত আসলে শুরু হয় অবৈধভাবে মাটি কাটি।

গতকাল মঙ্গলবার দুপুরে গোমতী নদীর বেগমাবাদ এলাকায় এ নিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাটি কাটার দায়ে তিন ব্যক্তিকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় একটি ট্রাক্টর জ্বালিয়ে দেওয়া হয়।

চরবাকর এলাকার মো. সোহাগ, একই এলাকার মো. মজিবুর রহমান ও মো. শরীফুল ইসলামকে এ জরিমানা করা হয়।

স্থানীয় বাসিন্দা জানান, প্রতি বছর শীত আসলে এ এলাকায় ধুলাবালিতে আচ্ছন্ন হয়ে যায়। ঘর-বাড়ি বিছানাপত্রে বালুর স্তূপ পড়ে। দুর্ভোগ পোহাতে হয় রাস্তা ঘাটে চলাচল করা মানুষের। তাঁরা অভিযোগ করে আরও বলেন, গোমতী নদীর মাটি কাটার পেছনে পানি উন্নয়ন বোর্ডের কিছু অসাধু চক্র জড়িত। তাঁরা মাটি কাটার সিন্ডিকেট থেকে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। উপজেলা প্রশাসন বারবার অভিযান পরিচালনা করলেও সিন্ডিকেটকে বন্ধ করা যাচ্ছে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিক উন নবী তালুকদার এ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, আটক ব্যক্তিকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে এক বছরের জেল দেওয়া হবে। গোমতী নদীকে বাঁচাতে আরও কঠোর হবে উপজেলা প্রশাসন। যারা মাটি কাটার সঙ্গে জড়িত এদের কাউকে ছাড় দেওয়া হবে না।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন