ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নে ইসারত হোসেন কারাগারে থেকে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার রামকান্তপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. ইসারত হোসেন (টেলিফোন) প্রতীকে ৩ হাজার ৩৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন (টেবিল ফ্যান) পেয়েছেন ১ হাজার ৭৯২ ভোট।
দ্বিতীয় ধাপে গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রামকান্তপুর ইউনিয়নের ৯টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হয়।
জানা যায়, চলতি বছরের ৫ এপ্রিল সালথায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের বিরোধ দেখা দেয়। এরই সূত্র ধরে স্থানীয়রা উপজেলা পরিষদ ভবন ঘেরাও করেন। এবং পরিষদ ভবনে আগুন লাগিয়ে তাণ্ডব, ভাঙচুর ও লুটপাট চালান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করে। এ মামলায় পুলিশ গত ১৪ এপ্রিল ইসারতকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি ফরিদপুর কারাগারে আছেন।