বিনোদন ডেস্ক
কফি উইথ করণ সিজন সেভেনে গিয়ে সারা আলি খান বলেছেন, আপাতত কোনো সিরিয়াস সম্পর্ক নয়, মন দিয়ে শুধুই ডেট করতে চান। সারার এই কথার পর ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে তাঁর সম্পর্কটা ‘সিরিয়াস’ নাকি শুধুই ‘ডেট’; তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা। তাঁরা নিজেরাও কিছু স্পষ্ট করেননি। তবে চুটিয়ে একসঙ্গে সময় কাটাচ্ছেন সারা ও শুভমান।
কিছুদিন আগে মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় তাঁদের ডিনার করতে দেখা গিয়েছিল একসঙ্গে। এ ছাড়া সম্প্রতি দিল্লি থেকে মুম্বাইগামী বিমানে তাঁরা একত্রে ছিলেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। শুধু তা-ই নয়, দিল্লির একটি হোটেলেও সারা-শুভমানকে একসঙ্গে দেখা গেছে।
প্রেমের গুঞ্জনে ঘি ঢালতে নেটিজেনরা আরেকটি বিষয় সামনে এনেছেন। সেপ্টেম্বরে ছিল শুভমানের জন্মদিন। তাঁরই এক বন্ধু ক্রিকেটারকে শুভেচ্ছা জানানোর সময় লেখেন, ‘বহুত সারা পেয়ার’। ইঙ্গিতটা স্পষ্ট বোঝা যাচ্ছে। সারা ও শুভমানের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা চললেও দুজনেই বিষয়টা নিয়ে চুপ। এর আগে সারা টেন্ডুলকারের সঙ্গে প্রেম ছিল শুভমানের। সেই সম্পর্ক নাকি সারা আলি খানের জন্যই ভেঙেছে!