হোম > ছাপা সংস্করণ

সারা‌কে ঘি‌রে প্রেমের গুঞ্জ‌ন

বিনোদন ডেস্ক

ক‌ফি উইথ করণ সিজন সে‌ভে‌নে গি‌য়ে সারা আলি খান ব‌লে‌ছেন, আপাতত কো‌নো সি‌রিয়াস সম্পর্ক নয়, মন দি‌য়ে শুধুই ডেট কর‌তে চান। সারার এই কথার পর ক্রিকেটার শুভমান গি‌লের সঙ্গে তাঁর সম্পর্কটা ‘‌সিরিয়াস’ না‌কি শুধুই ‘‌ডেট’; তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা। তাঁরা নি‌জেরাও কিছু স্পষ্ট করে‌ননি। ত‌বে চু‌টি‌য়ে একস‌ঙ্গে সময় কাটা‌চ্ছেন সারা ও শুভমান।

কিছুদিন আগে মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় তাঁদের ডিনার করতে দেখা গিয়েছিল একসঙ্গে। এ ছাড়া সম্প্রতি দিল্লি থেকে মুম্বাইগামী বিমানে তাঁরা একত্রে ছিলেন বলে জা‌নি‌য়ে‌ছে ভারতীয় সংবাদমাধ‌্যম। শুধু তা-ই নয়, দি‌ল্লি‌র এক‌টি হো‌টে‌লেও সারা-শুভমান‌কে একস‌ঙ্গে দেখা গে‌ছে।

এই থ‌লের বিড়াল প্রকাশ্যে এনেছেন সারার এক ভক্ত। সোশ‌্যাল মি‌ডিয়ায় তি‌নি এক‌টি ভি‌ডিও পোস্ট ক‌রে‌ছেন। তা‌তে দেখা গে‌ছে, সারা ও শুভমান একস‌ঙ্গে হো‌টেল থে‌কে চেকআউট কর‌ছেন। এ ভি‌ডিও ছ‌ড়ি‌য়ে পড়ার পর থে‌কে তাঁদের সম্পর্ক নি‌য়ে চর্চা আরও তীব্র হ‌য়ে‌ছে।

প্রেমের গুঞ্জ‌নে ঘি ঢাল‌তে নে‌টি‌জেনরা আরেক‌টি বিষয় সাম‌নে এনেছেন। সেপ্টেম্বরে ছিল শুভমানের জন্মদিন। তাঁরই এক বন্ধু ক্রিকেটারকে শুভেচ্ছা জানানোর সময় লেখেন, ‘বহুত সারা পেয়ার’। ইঙ্গিতটা স্পষ্ট বোঝা যা‌চ্ছে। সারা ও শুভমানের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা চললেও দুজনেই বিষয়টা নিয়ে চুপ। এর আগে সারা টেন্ডুলকারের স‌ঙ্গে প্রেম ছিল শুভমা‌নের। সেই সম্পর্ক নাকি সারা আলি খানের জন্যই ভেঙেছে!

বলিউড তারকার সঙ্গে ক্রিকেটারের প্রেমের ঘটনার উদাহরণ কম নেই। সেই তালিকায় নতুন সংযোজন হ‌লেন সারা ও শুভমান। ক্রিকেট-বলিউডের গাঁটছড়ার উদাহরণ আছে সারার পরিবারেই। মনসুর আলি খান প‌তৌ‌দি-শর্মিলা ঠাকুরের নাতনি তিনি। এখন সারা-শুভমানের সম্পর্ক কোন খাতে বইবে, তা সময়ই বলবে। তবে নি‌জেরা স্বীকার না করা পর্যন্ত তাঁদের নি‌য়ে যে গুঞ্জন চল‌তেই থাকবে, তা নি‌শ্চিত।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন