খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ইউপি নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৩টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেদায়েত উল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. আবদুল আজিজ, জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান, মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আশরাফুল আলম।
আবদুল আজিজ বলেন, আগামী নির্বাচনকে ঘিরে কোনো সহিংসতা হতে দেওয়া হবে না। যদি কেউ সহিংস সৃষ্টি করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।