সদর দক্ষিণ প্রতিনিধি
লালমাই উপজেলায় দুটি রেস্তোরাঁকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের হরিশ্চর চৌরাস্তায় হোটেল তাজ ও ঢাকা রেস্তোরাঁকে এই জরিমানা করা হয়।
অভিযানে রেস্তোরাঁ দুটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করার প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারায় ১০ হাজার টাকা করে দুটি রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া আফরোজ অভিযানে নেতৃত্ব দেন। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন লালমাই মডেল থানার উপপরিদর্শক মো. আবু সালেক।