লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিনা ভোটে জয়ী হয়েছেন ৪ জন সদস্য পদপ্রার্থী। গত মঙ্গলবার প্রার্থীদের প্রতীক বরাদ্দের দিনে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জয়ীরা হলেন সদর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মংশে মারমা, বর্মাছড়ি ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী রাজীব চাকমা ও ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী হেমন্ত চাকমা এবং একই ইউনিয়নের ৪,৫, ৬ ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মিতালী চাকমা।