কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাট উপজেলার ৯টি ইউপির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরণবিধি বিষয়ে মতবিনিময় সভা করেছে উপজেলা নির্বাচন অফিস। গতকাল সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের।
ইউএনও সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার তপন চন্দ্র শিলের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিয়া, কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম।