হোম > ছাপা সংস্করণ

টাঙ্গাইলে ৫ বছরের শিশুকে অপহরণ, সৎচাচা গ্রেপ্তার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুর থেকে অপহরণের তিন দিন পর রিমা (৫) নামের এক শিশুকে সাভারের হেমায়েতপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের অভিযোগে ফেরদাউস হাওলাদারকে (৩৫) গ্রেপ্তার করা হয় পটুয়াখালীর কলাপাড়া উপজেলা থেকে। তিনি রিমার সৎচাচা।

গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়। ফেরদাউস হাওলাদার রাজবাড়ী সদর থানার সূর্যনগর এলাকার বাসিন্দা।

শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার ফেরদৌস তাঁর ছোট ভাই রাসেলের ভাড়া বাসায় বেড়াতে যান। তিনি ওইদিনই ফুসলিয়ে রাসেলের পাঁচ বছরের মেয়ে রিমাকে নিয়ে পালিয়ে যান। কিছুক্ষণ পর মেয়েটি তার চাচা ফেরদাউসকে কাছে না পেয়ে কান্নাকাটি শুরু করে। এ সময় স্থানীয় বাসিন্দারা মানবিক বিবেচনায় শিশু রিমাকে ওই এলাকার এক দম্পতির জিম্মায় রাখে। এরপর ফেরদাউস পটুয়াখালীর কলাপাড়া থানা এলাকায় একটি হোটেলে অবস্থান নেন। সেখান থেকেই ফোন করে সৎভাই রাসেলের কাছে মুক্তিপণ হিসেবে ২ লাখ টাকা দাবি করেন।

এ ঘটনায় গত মঙ্গলবার সকালে শিশুটির বাবা রাসেল খান বাদী হয়ে সখীপুর থানায় অপহরণের মামলা করেন। পরে পটুয়াখালীর কলাপাড়া থানার কাছাকাছি একটি আবাসিক হোটেল থেকে ফেরদাউসকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সাভারের হেমায়েতপুর এলাকার সেই দম্পতির কাছ থেকে শিশু রিমাকে উদ্ধার করা হয়।

থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন,ফেরদাউস বারবার তাঁর সৎভাইকে মোবাইল ফোন ব্যবহার করে মুক্তিপণের টাকার জন্য তাগাদা দিচ্ছিল। এ কারণে তাঁর অবস্থান শনাক্ত করতে সহজ হয়েছে। শিশুটিকে রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ