হোম > ছাপা সংস্করণ

বাপ্পি-মিতুর হ্যাটট্রিক

চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর রুপালি পর্দায় শুরুটা ২০১২ সালে শাহীন সুমন পরিচালিত ‘ভালোবাসার রঙ’ দিয়ে। এরপর একই বছর এই নির্মাতার ‘অন্যরকম ভালোবাসা’ ও ‘জটিল প্রেম’ ছবিতেও অভিনয় করেছেন। তিনটি ছবিই ছিল ব্যবসাসফল। এরপর আর একসঙ্গে কাজ করা হয়নি তাঁদের। মাঝে কেটে গেছে দীর্ঘ সময়। নতুন খবর হচ্ছে—আট বছর পর আবারও একসঙ্গে কাজ করতে চলেছেন শাহীন সুমন ও বাপ্পি চৌধুরী। তাঁদের নতুন ছবির নাম ‘কুস্তিগীর’।

এই ছবিতে বাপ্পির বিপরীতে জুটি হয়ে অভিনয় করবেন জাহারা মিতু। এটি বাপ্পি-মিতু জুটির তৃতীয় ছবি। এর আগে বাপ্পি ও মিতু জুটি বাঁধেন অপূর্ব রানার ‘যন্ত্রণা’ এবং কাজী হায়াৎ পরিচালিত ‘জয় বাংলা’ ছবিতে। নির্মাণাধীন এই দুই ছবির শুটিং শেষ হতে না-হতেই এল হ্যাটট্রিকের খবর।

১১ ডিসেম্বর নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন জাহারা মিতু। দেশে না থাকায় চুক্তিপত্রে স্বাক্ষর করতে পারেননি বাপ্পি। তিনি ঢাকায় ফিরলেই চুক্তি সই করবেন, এমনটাই জানিয়েছেন জাহানারা মিতু। যুক্তরাষ্ট্র থেকে ফোনে সেই খবর নিশ্চিত করেছেন বাপ্পি চৌধুরী।

আট বছর পর কাজ করা নিয়ে বাপ্পি চৌধুরী বলেন, ‘শাহীন ভাইয়ের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে ছিলাম। তিনি আমার জন্য সব সময় ভাগ্যবান নির্মাতা। আশা করছি, আগের মতো নতুন ছবিটিও দর্শক পছন্দ করবেন।’

জাহারা মিতু বলেন, ‘সবারই স্বপ্ন থাকে গুণী নির্মাতার সঙ্গে কাজ করার। শাহীন ভাই ইন্ডাস্ট্রিতে অনেক সুপারহিট ছবি উপহার দিয়েছেন। তাঁর সঙ্গে কাজ করতে পারা আমার ক্যারিয়ারের জন্য টার্নিং পয়েন্ট হবে।’

‘কুস্তিগীর’ ছবির চরিত্র প্রসঙ্গে মিতু বলেন, ‘দর্শক আমাকে দেখতে পাবেন গ্রামের চঞ্চলা এক মেয়ের চরিত্রে। একটানা কাজ করে ছবিটি শেষ করা হবে। এটি গ্রামীণ পটভূমিতে তৈরি একটি পারিবারিক গল্পের ছবি। ট্র্যাজেডি, রোমান্স—সবই আছে।’

২২ ডিসেম্বর গাজীপুরের হোতাপাড়ায় ছবির শুটিং শুরু হবে। প্রথম ধাপের কাজ চলবে ৬ জানুয়ারি পর্যন্ত। ২০২২ সালের মাঝামাঝি সময় মুক্তি পাওয়ার কথা ‘কুস্তিগীর’।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ