গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে ফেনসিডিল ও ইয়াবাসহ মো. রাব্বি মণ্ডল (১৯) নামের এক যুবককে আটক করেছে। গত সোমবার রাতে উপজেলার দৌলতদিয়া বদন মৃধা পাড়ায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে ঘাট থানা-পুলিশ। রাব্বি মণ্ডল রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া গ্রামের বাসিন্দা।
এ সময় মাদক কারবারের সঙ্গে জড়িত মো. সাহেব মৃধা (৩৫) নামের এক ব্যক্তি পালিয়ে যায় বলে জানায় পুলিশ। সাহেব মৃধা স্থানীয় বদন মৃধা পাড়ার বাসিন্দা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সোমবার রাতেই উভয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁকে রাজবাড়ীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যার দিকে উপজেলার দৌলতদিয়া ইউপির বদন মৃধা পাড়ার সাহেব মৃধার বাড়িতে দুই ব্যক্তি মাদক বেচাকেনা করছেন বলে খবর পায়। সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় রাব্বি মণ্ডলকে আটক করা হয়। তবে বাড়ির মালিক সাহেব মৃধা পালিয়ে যান। এ সময় রাব্বি মণ্ডলের কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল এবং ৫০টি ইয়াবা জব্দ করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, সোমবার রাতেই আটক রাব্বি মণ্ডল ও পলাতক সাহেব মৃধাকে অভিযুক্ত করে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার তাঁদের রাজবাড়ীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।