Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

প্রার্থী জেতাতে তৎপর আ.লীগ নেতারা

সাজ্জাদ হোসেন, হিলি স্থলবন্দর (দিনাজপুর)

প্রার্থী জেতাতে তৎপর আ.লীগ নেতারা

দিনাজপুরের হাকিমপুর উপজেলার তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে প্রচার। প্রার্থীরা কাক ডাকা ভোর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত ব্যস্ততার মধ্যে সময় পার করছেন। ভোটের সময় যত ঘনিয়ে আসছে, প্রচারের গতি ততই বাড়ছে। তা ছাড়া ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে ক্ষমতাসীন দলের প্রার্থীর পরাজয়ের কারণে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের জন্য কিছুটা হলেও দুশ্চিন্তা ভর করেছে।

কারণ, তিনটি ইউনিয়নের মধ্যে দুটিতে নৌকার প্রতিপক্ষ দল থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীরা। তাঁদের বহিষ্কার করা হলেও মাঠের অবস্থা কিছুটা ভিন্ন। সেসব প্রার্থীর কারণে বেকায়দায় পড়তে পারে নৌকার প্রার্থীরা।

এ ছাড়া দলীয়ভাবে নির্বাচন না করলেও বিএনপি প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তাঁদের অবস্থানও ভালো, সব মিলিয়ে নৌকার প্রার্থীদের জয়ী করে আনতে নড়েচড়ে বসেছেন আ.লীগ নেতা-কর্মীরা।

জানা যায়, উপজেলার ১ নম্বর খট্টা ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ভোট করছেন আব্দুল মালেক মণ্ডল। গত নির্বাচনে এখানে নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছিলেন মোখলেছুর রহমান। দল থেকে মনোনয়ন না দেওয়ায় তাঁর সহযোগিতা নিয়ে শঙ্কিত দলীয় নেতা-কর্মীরা। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি কাওসার রহমান।

২ নম্বর বোয়ালদাড় ইউনিয়ন থেকে নৌকা প্রতীক নিয়ে ভোট করছেন সদরুল ইসলাম। এখানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন সাদো স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। বিএনপির দলীয় প্রার্থী না থাকলেও বর্তমান চেয়ারম্যান মেফতাউল ইসলাম মেফতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আছেন।

৩ নম্বর আলীহাট ইউনিয়নে আওয়ামী লীগের একক প্রার্থী থাকলেও ইমেজ সংকটের কারণে ভোটে প্রভাব পড়তে পারে। কারণ, এখানে জামায়াত থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করছেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম।

এদিকে তিনটি ইউনিয়নে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোট সম্পন্ন করতে চান উপজেলা নির্বাচন কর্মকর্তা। নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম আকন্দ জানান, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ঠিক আছে এবং বিধি ভঙ্গের কোনো অভিযোগ আসেনি।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ