ফেনীর বড় বাজারে অবৈধ পাতলা পলিথিন মজুতের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুরে শহরের বড় বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বনিকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো বিসমিল্লাহ প্যাকেজিং, আবদুল হক ও ইসলাম প্লাস্টিক হাউস।
নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বনিক বলেন, কিছু অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ পলিথিন মজুত করেছেন; এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০০ কেজি পলিথিন জব্দ করা হয়। অবৈধ পলিথিন মজুত ও বিক্রির অপরাধে অভিযুক্তদের জরিমানা ও সতর্ক করা হয়।
অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক মো. তানভির হোসেনসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।