বিনোদন ডেস্ক
‘শিবপুর’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সঙ্গে আছেন পরমব্রত চট্টোপাধ্যায়। আগামী ৫ মে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। কিন্তু মুক্তির আগে সিনেমার দুই প্রযোজক অজন্তা সিংহ রায় ও সন্দীপ সরকারের বিরুদ্ধে ভয়ংকর কিছু অভিযোগ আনলেন স্বস্তিকা। তিনি দাবি করেছেন, মাসখানেক ধরে প্রযোজকেরা হেনস্তা করছেন তাঁকে। এমনকি অভিনেত্রীর ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।
স্বস্তিকার ম্যানেজারকে হুমকির ই-মেইল পাঠিয়েছেন ‘শিবপুর’ সিনেমার প্রযোজক সন্দীপ সরকারের ঘনিষ্ঠ রবিশ শর্মা। যিনি নিজেকে হ্যাকার হিসেবেই পরিচয় দিয়েছেন। তাঁদের দাবি, পুরো পারিশ্রমিক নিয়েও সিনেমার প্রচারে অংশ নিতে চাইছেন না অভিনেত্রী। সে কারণেই নাকি এই হুমকি! স্বস্তিকা বলেন, ‘ওই ব্যক্তি সরাসরি লিখেছেন, সন্দীপ তাঁর পরিচিত। আমার ছবি বিকৃত করে পর্নো সাইটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি।’
এ বিষয়ে ইতিমধ্যেই গলফ গ্রিন থানায় অভিযোগ করেছেন স্বস্তিকা। ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার অ্যাসোসিয়েশন অর্থাৎ ইম্পাকেও লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন। ইম্পা সভাপতি পিয়া সেনগুপ্ত জানিয়েছেন, দুই পক্ষের বক্তব্য শুনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আপাতত ‘শিবপুর’ সিনেমার প্রচার পর্বের সঙ্গে নিজেকে জড়াতে চাইছেন না স্বস্তিকা।