সিলেট সংবাদদাতা
সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৪তম বার্ষিকী ও বাসদের (মার্কসবাদী) ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার সিলেট জেলা শাখার উদ্যোগে জনসভা ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হবে।
বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জনসভায় প্রধান বক্তা থাকবেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের ভারপ্রাপ্ত সমন্বয়ক ফখরুদ্দিন কবির আতিক।
জনসভার আগে রেজিস্টারি মাঠ থেকে বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ডসহ লাল পতাকা মিছিল শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে।