হোম > ছাপা সংস্করণ

ওয়েবে আসছে পাঁচ সিরিজ

বিনোদন প্রতিবেদক, ঢাকা

দর্শকদের আগ্রহকে সঙ্গী করে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই কয়েক বছর ধরে নিয়মিত বাংলাদেশি কনটেন্ট প্রকাশ করছে। হইচইয়ে প্রকাশ পাওয়া ‘মহানগর’, ‘তকদীর’, ‘কারাগার’-এর মতো সিরিজগুলো শুধু বাংলাদেশিদের নয়, মন ছুঁয়েছে ভারতীয় দর্শকদেরও।

এর ধারাবাহিকতায় নতুন আরও কয়েকটি সিরিজের ঘোষণা দিয়েছে হইচই। মঙ্গলবার কলকাতায় হয়েছিল হইচইয়ের পাঁচ বছর পূর্তি অনুষ্ঠান। সেখানে টালিউডের তারকাদের পাশাপাশি ছিলেন বাংলাদেশের অনেকেই। অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মোশাররফ করিম, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, মিথিলা, ইন্তেখাব দিনার, তাসনিয়া ফারিণ, মেহজাবীন চৌধুরী, নির্মাতা অমিতাভ রেজা, তানিম নূর, শাওকিসহ অনেকেই। ওই অনুষ্ঠানে ষষ্ঠ সিজনের কনটেন্টের নাম ঘোষণা করেছে হইচই। ৩১ মিনিটের অডিও-ভিজ্যুয়াল প্রকাশের মাধ্যমে তারা জানিয়েছে, বাংলাদেশ থেকে ৪টিসহ মোট ২৫টি কনটেন্ট প্রকাশ পাবে ষষ্ঠ সিজনে।

এ তালিকায় আছে তানিম নূর পরিচালিত গোয়েন্দা সিরিজ ‘কাইজার লেভেল টু’, যার মূল ভূমিকায় অভিনয় করেছেন আফরান নিশো। নতুন সিজনে আসবে অমিতাভ রেজার নতুন ওয়েব সিরিজ ‘বোধ’। এতে একজন অবসরপ্রাপ্ত বিচারকের চরিত্রে দেখা যাবে আফজাল হোসেনকে। তুমুল জনপ্রিয় হওয়া কারাগার পার্ট ১-এর দ্বিতীয় ও চূড়ান্ত পর্ব আসতে যাচ্ছে নতুন সিজনে। সৈয়দ আহমেদ শাওকীর পরিচালনায় কারাগার পার্ট ২-এ খুলবে আগের রহস্যে ঘনীভূত হওয়া সব রহস্যের জট। আসবে মোশাররফ করিম অভিনীত আশফাক নিপুণের জনপ্রিয় সিরিজ ‘মহানগর’-এর দ্বিতীয় সিজন।

গতকাল দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিও নতুন সিরিজের ঘোষণা দিয়েছে। সিরিজের নাম ‘গুটি’। পরিচালনা করবেন শঙ্খ দাশগুপ্ত। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো দেশীয় প্ল্যাটফর্মের ওয়েব সিরিজে হাজির হচ্ছেন বাঁধন। ‘গুটি’তে তাঁকে দেখা যাবে সুলতানা নামের একজন ড্রাগ ডিলারের চরিত্রে। তাঁকে কেন্দ্র করেই বোনা হয়েছে সিরিজের গল্প।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন