ক্ষমতার পালাবদলের পর অধিকাংশ সিটি করপোরেশনে অনুপস্থিত রয়েছেন মেয়র। এতে বিঘ্নিত হচ্ছে জনসেবা, আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম। এই পরিস্থিতিতে করপোরেশনের দৈনন্দিন কার্যক্রমে স্থবিরতা কাটাতে প্রধান নির্বাহীদের হাতে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
গতকাল বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু হেনা মোরশেদ জামান স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত প্রধান নির্বাহীরা এসব আর্থিক ও প্রশাসনিক সিদ্ধান্ত নেবেন।
আদেশে আরও বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে সিটি করপোরেশনের অনেক মেয়র ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এবং যোগাযোগ করেও তাঁদের উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে সিটি করপোরেশনের অনেক ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং জনসেবা বিঘ্নিত হচ্ছে।
সব ধরনের জনসেবা অব্যাহত রাখা ও প্রশাসনিক, আর্থিক কার্যক্রম চলমান রাখার স্বার্থে প্রধান নির্বাহীদের হাতে এ ক্ষমতা অর্পণ করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।