সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (এআইটিসি) গোয়া শাখায় যোগদানের তিন মাসের মাথায় দলটি ছেড়ে গেলেন রাজ্যটির সাবেক বিধায়ক লাভু মামলতদারসহ পাঁচ শীর্ষ নেতা। আগামী বছরের ফেব্রুয়ারিতে রাজ্যটির বিধানসভা নির্বাচনের আগে পদত্যাগের এ ঘটনা তৃণমূলকে অকূলপাথারে ফেলেছে বলে মনে করেন বিশ্লেষকেরা। লাভু ছাড়া বাকিদের নাম উল্লেখ করা হয়নি এনডিটিবির প্রতিবেদনে।
এআইটিসি প্রধান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লেখা চিঠিতে পদত্যাগকারীরা লেখেন, আমরা গোয়ার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাই না। অথচ এআইটিসি রাজ্যে হিন্দু-খ্রিষ্টানের মধ্যে ভেদাভেদ বাড়াতে চেষ্টা করছে। এআইটিসি সেখানে যেসব নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো প্রায় অসম্ভব বলেও মন্তব্য করা হয়েছে চিঠিতে।