Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

‘নারীরা এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যাবে’

রাঙামাটি প্রতিনিধি

‘নারীরা এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যাবে’

নারীরা এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। গতকাল বুধবার সকালে মোনঘর ইনস্টিটিউট অব টেকনোলজি ভবনে নারীদের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের উদ্বোধনীতে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ, কানাডা, রাঙামাটি জেলা পরিষদ ও ইউএনডিপি যৌথভাবে ‘শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মেয়েশিশু ও নারীর ক্ষমতায় কম্পোনেন্ট (এসআইডি-সিএইচটি)’ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করে। সেলাই, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও গ্রাফিক ডিজাইনের ওপর ৭০ জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, ‘নারীদের ঘরে থাকলে হবে না। তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি কারিগরি দক্ষতায় দক্ষ হতে হবে। এ জন্য বর্তমান সরকারি নারীশিক্ষা ও কারিগরি দক্ষতা উন্নয়নে কাজ করছে।’

মোনঘর পরিচালনা কমিটির সভাপতি শ্রদ্ধালংকার মহাস্থবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ইউএনডিপি কর্মকর্তা ঝুমা দেওয়ান, মোনঘর নির্বাহী পরিচালক অশোক কুমার চাকমা।

অনুষ্ঠানে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, মোনঘর ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যক্ষ চিত্ত রঞ্জন চাকমা উপস্থিত ছিলেন।

এদিকে গতকাল সকাল ৯টায় মোনঘর আবাসিক উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে ডিগনিটি কিট বিতরণ করা হয়। এ কার্যক্রমেরও উদ্বোধন করেন অংসুই প্রু চৌধুরী। রাঙামাটির ১০০ বিদ্যালয়ের ছাত্রীদের ডিগনিটি কিট বিতরণ করা হবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ