Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

মুক্তিপণে অপহৃত মাদ্রাসাছাত্রের মুক্তি

হোমনা প্রতিনিধি

মুক্তিপণে অপহৃত  মাদ্রাসাছাত্রের মুক্তি

হোমনায় অপহৃত মাদ্রাসাছাত্র মোহাম্মদ শিহাব উদ্দিন ৫০ হাজার টাকা মুক্তিপণে ছাড়া পেয়েছে। গত রোববার রাতে হবিগঞ্জ বাসস্ট্যান্ডে অপহরণকারীরা তাঁকে রেখে যান। সেখান থেকে হবিগঞ্জ থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে হোমনা থানায় হস্তান্তর করে। পরে তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

শিহাব উদ্দিনের বাবা উপজেলার ঘাড়মোড়া একেএম ফজলুল হক মোল্লা উচ্চবিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মো. গিয়াস উদ্দিন বলেন, ‘আমার ছেলে বুড়িচং উপজেলার কংশনগরে মনোহরপুর মাদ্রাসায় পড়াশোনা করেন। গত শনিবার সকাল ৯টার দিকে ঘাড়মোড়া গ্রামের বাসা থেকে মাদ্রাসায় যাওয়ার জন্য ঘাড়মোড়া বাজারে একটি অটোরিকশায় উঠিয়ে দিই। দুপুরের মধ্যেই সে মাদ্রাসায় পৌঁছানোর কথা থাকলেও সন্ধ্যায়ও মাদ্রাসায় পৌঁছায়নি খবর পাই। পরে সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিতে থাকি। কোথাও সন্ধান না পেয়ে পরে হোমনা থানায় একটি সাধারণ ডায়েরি করি। এরপর গতকাল আমার মোবাইল ফোনে একটি অপরিচিত নম্বর থেকে কল করে শিহাব উদ্দিনকে ফিরে পেতে হলে ১ লাখ ২০ হাজার টাকা বিকাশে পাঠিয়ে দিতে বলেন। পরে বিকাশে ৫০ হাজার টাকা পাঠালে তাঁরা শিহাবকে হবিগঞ্জ বাসস্ট্যান্ডে ফেলে চলে যান।

হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ বলেন, ‘শিহাব উদ্দিনকে তাঁর পরিবারের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ