Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ভাঙন রোধে স্থায়ী সমাধান চান ঘাঘটপাড়ার বাসিন্দারা

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

ভাঙন রোধে স্থায়ী সমাধান চান ঘাঘটপাড়ার বাসিন্দারা

রংপুরের মিঠাপুকুর উপজেলার ঘাঘটপাড়ার বাসিন্দারা ঘাঘট নদের ভাঙন রোধে স্থায়ী সমাধান চান। তাঁরা এ বিষয়ে রংপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি দিয়েছেন।

উপজেলার বালারহাট ইউনিয়নের খোর্দ্দ কুমরপুর ও বুজরুক কুমরপুর গ্রাম দুটি ঘাঘটপাড়া নামে পরিচিত। নদের ডান তীরে এর অবস্থান।

এলাকাবাসীর পক্ষ থেকে দেওয়া স্মারকলিপির সঙ্গে স্থানীয় সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমানের একটি অনুরোধপত্র রয়েছে। তিনি নদের ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন।

ঘাঘটপাড়ার বাসিন্দা রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মনোয়ার হোসেন জানান, ভাঙনে ইতিমধ্যে তাঁর এবং প্রতিবেশীদের ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা না নেওয়া হলে দুই উপজেলার একটি সংযোগ সড়ক, আরও ৭০টি বসতবাড়ি ও আবাদি জমি বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল আমিন বলেন, কখন বাড়িঘর নদীতে চলে যায় এ নিয়ে ঘাঘটপাড়ার বাসিন্দারা আতঙ্কে থাকেন। ভাঙন রোধে ব্যবস্থা না নেওয়ায় নদটি জনবসতির কাছে চলে এসেছে।

বালারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসনাত জানান, তিনি ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাউবোকে লিখিতভাবে অবহিত করেছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক রংপুর পাউবোর এক প্রকৌশলী বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ