পিরোজপুরে এক হাজার ফুট লম্বা পতাকা নিয়ে আনন্দ মিছিল করেছেন আর্জেন্টিনার ভক্তরা। গতকাল সোমবার বিকেলে শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠ থেকে আর্জেন্টিনার এক হাজার ফুট পতাকা নিয়ে বিজয় মিছিল করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন ভক্তরা।
আর্জেন্টিনাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা খেলার প্রত্যাশা করেন মিছিলে আসা ফুটবলভক্তরা। মিছিলের আয়োজক আজমল হুদা নিঝুম বলেন, ‘পিরোজপুরের মানুষ ফুটবলপ্রেমী। বিশ্বকাপ ফুটবল এলেই আমরা উৎসবে মেতে উঠি। তাই এবারের বিশ্বকাপে আর্জেন্টিনাকে ভালোবেসে আমরা এক হাজার ফুট লম্বা পতাকা নিয়ে আনন্দ শোভাযাত্রা করেছি।’