রাজনগর উপজেলায় ফাইজার টিকা প্রদান ক্যাম্পেইন উপলক্ষে বুথের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ক্যাম্পেইনের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে বুথের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান খাঁন।
আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বাবলু সূত্রধর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বর্নালী দাশ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ চিরঞ্জিৎ দত্ত, রাজনগর থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খাঁন ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর প্রমুখ।