মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
সম্প্রীতির মাধ্যমে সহিংসতা রোধে সবাইকে এগিয়ে আসার তাগিদ দিয়েছেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। গতকাল শনিবার খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মুবাছড়ি বন বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গত শুক্র ও শনিবার এ দানোৎসব অনুষ্ঠিত হয়। গতকাল সকালে পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধ মূর্তি দানসহ নানা দান সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন রাঙামাটি বন বিহার আবাসিক ভিক্ষু সংঘ প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির। সকালে প্রধান ধর্মদেশক ছিলেন গামারি ঢালা বন বিহারাধ্যক্ষ বোধিপাল মহাস্থবির, মিলনপুর বন বিহারাধ্যক্ষ শ্রদ্ধাতিষ্য মহাস্থবির ও মুবাছড়ি বন বিহারের বিহারাধ্যক্ষ সুমনাতিষ্য মহাস্থবির।