Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বাস বন্ধ করে দিলেন শ্রমিকেরা

বিশ্বনাথ প্রতিনিধি

বাস বন্ধ করে দিলেন শ্রমিকেরা

ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় নির্ধারিত সময়ে শেষ হয়নি বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের সংস্কার কাজ। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় এ সড়কে চলাচলকারীদের। গতকাল সোমবার থেকে সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকেরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ডিসেম্বর মাসে বিশ্বনাথ পৌরশহর জগন্নাথপুর পর্যন্ত মাত্র ১৩ কিলোমিটার সংস্কার কাজ শুরু করা হয়। দুই বছর ধরে কাজ চললেও কবে শেষ হবে তা কেউ বলতে পারছেন না। একবার কাজের মেয়াদ শেষও হয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান ক্ষমতার অপব্যবহার করে, প্রভাব দেখিয়ে মেয়াদ বাড়িয়ে বছরের পর বছর পার করে দিচ্ছে। সম্প্রতি ময়নাগঞ্জ বাজার থেকে বিশ্বনাথের সীমানা ৮ ঘর পর্যন্ত ভালো সড়কের কার্পেটিং খুঁড়ে রাখা হয়েছে। ফলে ওই খোঁড়া কার্পেটিং অংশে ট্রাকসহ ভারী যানবাহন আটক যাচ্ছে।

এ ব্যাপারে সিলেট জগন্নাথপুর শ্রমিক সংগঠনের সভাপতি ফজর আলী বলেন, ‘আমাদের ধর্মঘট চলমান রয়েছে।’

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সুহেল এন্টার প্রাইজের স্বত্বাধিকারী সুহেল খানের সঙ্গে গত কয়েক দিন ধরে সরাসরি ও মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

উপজেলা প্রকৌশলী আবু সাইদ বলেন, আগামী ১০ আগস্ট পর্যন্ত দ্বিতীয় দফায় কাজের মেয়াদ বাড়ানো হয়েছে। এর ভেতরে কাজ শেষ করার জন্য ঠিকাদারকে বলা হয়েছে।

বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুশরাত জাহান বলেন, পরিবহন শ্রমিকদের নেতাকে প্রশাসনের পক্ষ থেকে সড়কে বাস চলাচল বন্ধ না করার জন্য বলা হয়েছে। আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে দ্রুত সড়কের কাজ শেষ করার পদক্ষেপ নেওয়ায়।

বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে দ্রুত সড়কের কাজ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে আল্টিমেটাম দেওয়া হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ