চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নুডলস চুরির অভিযোগ তুলে সাদ্দাম হোসেন নামে এক যুবককে (১৯) খুঁটিতে বেঁধে নির্যাতন করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে আলমডাঙ্গা পৌর এলাকার হাফিজ মোড়ে শেখ ট্রেডার্সে এ ঘটনা ঘটে। সাদ্দাম হোসেন আলমডাঙ্গা পৌর এলাকার থানাপাড়ার আকমল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার হাফিজ মোড়ে শেখ ট্রেডার্সের কর্মচারীরা বিভিন্ন দোকানে অর্ডারের পণ্য ডেলিভারির জন্য গাড়ি লোড করছিলেন। এ সময় ওই গাড়ি থেকে নুডলস ও নারকেল তেল নিয়ে দৌড় দেন সাদ্দাম। বিষয়টি স্থানীয় কয়েকজন দেখে ধাওয়া করে সাদ্দামকে ধরেন। শেখ ট্রেডার্সের মালিক আমানুল্লাহর কাছে তাঁকে হস্তান্তর করেন। পরে আমানুল্লাহ খুঁটির সঙ্গে সাদ্দামকে বেঁধে স্টিলের পাইপ দিয়ে বেধড়ক পেটাতে থাকেন। এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
শেখ আমানুল্লাহ বলেন, ‘বিভিন্ন সময় প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে। এতে আমি অতিষ্ঠ। কিছুতেই ধরতে পারছিলাম না। আজ (মঙ্গলবার) কিছু নারকেল তেল ও নুডলসের প্যাকেট চুরির সময় সাদ্দামকে হাতেনাতে ধরেন স্থানীয়রা। তবে দোকানের খুঁটিতে বেঁধে মারধর করা আমার অন্যায় হয়েছে।’
আলমডাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর খন্দকার মজিবুল ইসলাম বলেন, ‘সাদ্দামের বিরুদ্ধে চুরির অভিযোগ আছে। তবে এভাবে মারধর করা ঠিক হয়নি। বিষয়টি অন্যায় হয়েছে।’
আলমডাঙ্গা থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে সাদ্দামকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছিল। তবে নির্যাতনের বিষয়টি তখন জানা ছিল না। পরে সংবাদকর্মীদের মাধ্যমে নির্যাতনের ভিডিও দেখেছি। এভাবে কেউ আইন হাতে তুলে নিতে পারেন না। রাতেই নির্যাতনকারী শেখ আমানুল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। পরে ছেলেটির পরিবার মামলা করলে উভয়কেই গতকাল আদালতে পাঠানো হয়েছে।