Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

অটো কেনার টাকা না পাওয়ায় বাবাকে হত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধি

অটো কেনার টাকা না পাওয়ায় বাবাকে হত্যা

কিশোরগঞ্জের করিমগঞ্জে অটোরিকশা কেনার টাকা চেয়ে না পেয়ে বাবাকে হত্যা করেছে ছেলে বিজয় মিয়া (১৭)। পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে সে। এর আগে, গত রোববার রাতে নরসিংদী জেলার শিবপুর এলাকায় অভিযান চালিয়ে বিজয়কে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করিমগঞ্জ থানার মামলার তদন্তকারী কর্মকর্তা জয়নাল আবেদীন আজকের পত্রিকাকে জানান, বিজয়কে গতকাল দুপুরে আদালতে সোপর্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অটোরিকশা কেনার টাকা চেয়ে না পাওয়ায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে স্বীকার করেছে। এর আগে ৬ নভেম্বর এজাহারভুক্ত আসামি বিপুল মিয়াকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, গত শুক্রবার রাত ১১টার দিকে বিজয় তার বাবা এনামুল হক রেণুকে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের পূর্ব হাত্রাপাড়ার ঘরে ঢুকে প্রথমে একটি শিল (পুতা) দিয়ে আহত করে। পরে তার হাতে থাকা রড দিয়ে মাথায় ও কপালের বাঁ পাশে আঘাত করে গুরুতর জখম করে এবং চৌকিতে থাকা বালিশ চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করে। 

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ