Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

পথে দুর্ভোগ, পণ্যে আগুন

রংপুর ও গঙ্গাচড়া প্রতিনিধি

পথে দুর্ভোগ, পণ্যে আগুন

‘দ্যাশোত এমনি ডুবছে, তার ওপর গাড়ি-ঘোড়া বন্ধ। আগে থাকি মরছি ভাত-কাপড়ে, এল্যা মরুছি গাড়ি-ঘোড়ার যন্ত্রণায়। বিএনপির সমাবেশ হোক আর আওয়ামী লীগের সমাবেশ হোক, তাতে হামার কী? হামরা চাই গাড়ি-ঘোড়া চলুক।’ গতকাল শুক্রবার রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন আব্দুর রশিদ। তিনি পরিবহন ধর্মঘটের মধ্যে মেয়েকে নিয়ে হাসপাতালে আসার পথে চরম দুর্ভোগের শিকার হন।

রংপুর জেলা পরিবহন মালিক সমিতি গতকাল শুক্রবার ভোর ৬টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে। সংগঠনটি বলছে, মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধের দাবিতে এই ধর্মঘট চলছে। তবে বিএনপি নেতা-কর্মীদের দাবি, শনিবার রংপুরে দলের বিভাগীয় সমাবেশে জনসমাগম ঠেকাতে এটি মূলত সরকারের চাল। চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনার পর বিএনপির গণসমাবেশ উপলক্ষে রংপুরেও ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু বলেন, ‘পরিবহন ধর্মঘট আমাদের সমাবেশে লোকজন আসতে বাধা দিতে করা হয়েছে। এতে কোনো কাজ হবে না। শনিবার আপনারা দেখবেন মানুষের বাঁধভাঙা উপস্থিতি। পরিবহন ধর্মঘট শুধু সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে।’

হাসপাতালে আসতে গিয়ে দুর্ভোগে পড়া আব্দুর রশিদ জানান, গতকাল সকালে তাঁর মেয়ে দুলালী বেগমের প্রসবব্যথা ওঠে। পীরগঞ্জের কাঞ্চনপুর গ্রাম থেকে দুলালীকে হাসপাতালে আনতে গিয়ে দেখা যায় অ্যাম্বুলেন্স আসবে না। শেষে বাধ্য হয়ে তাঁকে ইজিবাইকে করে হাসপাতালে আনা হলে সেখানে সন্তান প্রসব করেন তিনি।

অন্যদিকে গতকাল শৌচাগারে যাওয়ার সময় পড়ে গিয়ে হাত ভেঙে যায় নীলফামারীর সৈয়দপুরের আব্দুস সালামের। তিনিও পরিবহন ধর্মঘটের কারণে রিকশা ভ্যানে করে রমেক হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসেন।

আব্দুস সালাম আক্ষেপ করে বলেন, ‘গাড়িতে সৈয়দপুর থেকে রংপুর যেতে ১০০ টাকা লাগে। ইজিবাইক ও অটোরিকশায় লাগে ১৫০ টাকা। সেই ভাড়া আজ ৬০০ টাকায় দাঁড়িয়েছে। উপায় না পেয়ে এই টাকা দিয়েই একটি রিকশা ভ্যানে হাসপাতালে আসলাম। পথে অনেক কষ্ট হয়েছে। পরিবহন ধর্মঘট করা ঠিক হয়নি। এতে আমাদের মতো সাধারণ মানুষের কষ্ট চরমে পৌঁছেছে।’

রশিদ ও সালামের মতো গতকাল রাস্তায় নামা অধিকাংশ মানুষকে ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়তে হয়। স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি ভাড়া গুনতে হয়। জরুরি কাজে মানুষের বাহন হয়ে দাঁড়ায় তিন চাকার যানগুলো।

নগরীর বেসরকারি ক্লিনিক ‘আপডেট’র সামনে বেলা ৩টার দিকে কথা হয় চিকিৎসাসেবা নিতে আসা ঠাকুরগাঁওয়ের রমজান আলীর সঙ্গে। তিনি জানান, শুক্রবার ঢাকা থেকে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক রংপুরে আসেন। দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার অধিকাংশ রোগী এদিন শহরে চিকিৎসক দেখাতে আসেন। কিন্তু গতকাল ধর্মঘটের কারণে অনেকেই চিকিৎসক দেখাতে আসতে পারেননি।

এদিকে পরিবহন ধর্মঘটের কারণে বাজারে মাছ, সবজিসহ প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে। রংপুর টার্মিনালের মাছের আড়তে আসা গঙ্গাচড়া বাজারের খুচরা মাছ ব্যবসায়ী বাদশা মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘গাড়ি নেই, তাই মাছ পরিবহনে ব্যয় বেড়েছে। এ ছাড়া পাইকারি বাজারেও মাছের দাম বেড়েছে। সকাল থেকে প্রতি কেজি মাছে খুচরা ও পাইকারি পর্যায়ে ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত দাম বেড়েছে।’

নগরীর জুম্মাপাড়া এলাকার বাসিন্দা চান মিয়ার সঙ্গে কথা হয় পৌর বাজার এলাকায়। তিনি বলেন, ‘ধর্মঘটের কারণে সবজির বাজারে আগুন লেগেছে। এক দিন আগে যে সবজি কিনেছি ২০ টাকায়, সেই সবজি আজ ৫০ টাকা। এভাবে কত দিন দেশ চলবে! আমরা কি দুমুঠো সবজি-ভাত খেয়ে বাঁচতে পারব না?’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ