Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

যৌতুক আইনত অপরাধ

আইনুন নাহার সিদ্দিকা

যৌতুক আইনত অপরাধ

প্রশ্ন: আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। কয়েক দিন আগে হঠাৎ আমার এক বান্ধবী ফোনে জানতে চাইল, আমার কী হয়েছে। আমার ফেসবুকে নতুন আইডি কেন? পরে বুঝলাম, কোনো এক নতুন আইডি থেকে আমার পরিচিতজনদের বন্ধুত্বের অনুরোধ পাঠানো হচ্ছে। এর মধ্যে আমার ইনবক্সেও উল্টোপাল্টা এসএমএস আসতে শুরু করল। এতে বিরক্ত হয়ে একপর্যায়ে আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট ডি-অ্যাকটিভ করে দিই। আমি এখন কী করব?

নাম প্রকাশে অনিচ্ছুক, দিনাজপুর

পরামর্শ: আপনি থানায় জিডি বা মামলা করতে পারেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মগুলোতে হরহামেশাই হেনস্তার শিকার হচ্ছেন নারীরা। নারীদের জন্য নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিতে ২০২০ সালে যাত্রা করে বাংলাদেশ পুলিশের সেবা ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’। আপনার বিষয়টি সাইবার ক্রাইম অ্যাক্টের অধীনে। সাইবার ক্রাইমে মামলা করা ছাড়া আর কোনো কিছু করার নেই। কারণ সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে মামলা দিলে তারা বের করবে এ ধরনের কাজ কারা করেছে। তারা অনুসন্ধানের পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।  

প্রশ্ন: আমি একজন নারী উদ্যোক্তা। এক বছর আগে আমার বিয়ে হয়। বিয়ের সময় শ্বশুরবাড়ির লোকজন ২ ভরি স্বর্ণ, ৫০ হাজার টাকা ও আসবাব নেন। বিয়ের কয়েক মাস পর স্বামী ব্যবসা করার নামে ৫০ হাজার টাকা চায়। এর কয়েক মাস পর বিদেশে যাওয়ার জন্য আরও ৭০ হাজার টাকা চায়। আমার বাবা সেই টাকা দিতে অস্বীকৃতি জানান। এ কথা শোনার পর শ্বশুরবাড়ির লোকজন আমাকে শারীরিকভাবে নির্যাতন করে। আমি এই অত্যাচার আর সহ্য করতে পারছি না। আমি এখন কী করব?

নাম প্রকাশে অনিচ্ছুক, মাগুরা

আইনুন নাহার সিদ্দিকাপরামর্শ: শ্বশুরবাড়ির লোকজন কোনোভাবেই আপনাকে শারীরিকভাবে নির্যাতন করতে পারেন না। আপনি থানায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনের ১১ (গ) ধারায় মামলা করতে পারেন। এর আগে অবশ্যই নির্যাতনের প্রমাণ রয়েছে এ বিষয়ে চিকিৎসকের প্রেসক্রিপশন নেবেন। যৌতুক দেওয়া এবং নেওয়া দুটোই আইনত অপরাধ।

লেখক: অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ